খেলাধুলা

ব্যথা পেয়েছেন মাহমুদউল্লাহ, তবে শঙ্কা নেই

ব্যথা পেয়েছেন মাহমুদউল্লাহ, তবে শঙ্কা নেই

ঘড়ির কাঁটা রোববার রাত ৮টা পেরোতেই ভারতের গুয়াহাটি থেকে আসা খবর, মাহমুদউল্লাহ রিয়াদ নাকি প্র্যাকটিসে চোট পেয়েছেন। তামিম ইকবাল ফিটনেসের কারণে বিশ্বকাপে স্কোয়াডে ঠাঁই পেলেন না। সাকিব আল হাসান প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন পায়ে আঘাত পেয়েছেন। মূল দলে থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহও কি চোটে পড়লেন?

Advertisement

ইনজুরির ধরণ কতটা গুরুতর? আগামীকাল সোমবার ইংল্যান্ডের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবেন মাহমুদউল্লাহ? নাকি বিশ্বকাপের আগে বড় কোনো দুঃসংবাদ? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই যোগাযোগ করা হলো বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে। রাবিদ বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম বাংলাদেশের টিম অপারেশন্স ম্যানেজারও।

সোমবার রাতে তিনি জাগো নিউজকে আশ্বস্ত করে জানালেন, ‘কোনো সমস্যা নেই। দুশ্চিন্তায় পড়ার মতো খারাপ খবর নেই কোনো।’

তবে গুয়াহাটি থেকে যে খবর এসেছে রিয়াদ আহত, সেটি কতটা সত্য? রাবিদের উত্তর, ‘নাহ, আহত না। হ্যাঁ, হালকা ব্যথা পেয়েছে। তবে আহত না।’

Advertisement

এআরবি/এমএমআর/জিকেএস