দেশজুড়ে

বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী ব্রিজের কাছে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জ-আউশকান্দি সড়কের লোকাল বাস চালক হাফিজ মিয়া ও হেলপার রজব আলী।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে আউশকান্দি থেকে হবিগঞ্জ আসার পথে মহাসড়কের বাহুবল উপজেলার মৌছাক এলাকার করাঙ্গী ব্রিজের কাছে পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী রুপালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হবিগঞ্জ-আউশকান্দি পরিবহনের চালক ও হেলপার মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।বাহুবল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর