ফেনীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর এলাকায় এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াপুর এলাকার সিলোনীয়া নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে অবৈধ বালু উত্তোলনে ১২ ড্রেজার জব্দ
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম