দেশজুড়ে

পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

দিনাজপুরের হিলিতে পুকুরে ডুবে মুনতাছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের দেবখন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

খট্টামাধবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মুনতাছিন ওই গ্রামের মেজবাউলের ছেলে।

আরও পড়ুন: দিনাজপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তিনি বলেন, রোববার বিকেলে বাড়ির পাশে দেবখন্ডা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল নিয়ে খেলা করছিল মুনতাছিন। এক পর্যায়ে তার হাতে থাকা ফুটবলটি পুকুরে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায় সে। পরে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

মো. মাহাবুর রহমান/জেএস/জেআইএম