দেশজুড়ে

তলুইগাছা সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সীমান্তের মেইন পিলার ১৩ এর ১০০গজ পূর্ব-উত্তর কোণা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তলুইগাছা বিওপির কমান্ডার নায়েক সুবেদর কবির জাগো নিউজকে জানান, কৃষকরা মরদেহটি দেখে খবর দিলে বিজিবি সদস্যরা  ওই মরহেদ উদ্ধার করে আনে। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।এফএ/পিআর