খেলাধুলা

প্রেমে মজেছেন হার্দিক পান্ডে

ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের ফল অনেকটাই বাংলাদেশের পক্ষে থাকলেও শেষ হাসি হেসেছে ধোনিরাই। তবে ম্যাচে জয়ের নায়ক উদীয়মান অলরাউন্ডার হার্দিক পান্ডে।বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে না জিতলে সেমিফাইনালের আশা নিরাশায় পরিণত হতো ভারতের। তাই তো ভারতবাসীর হৃদয় জয় করে নিয়েছে হার্দিক পান্ডে। তবে এবার জানা গেল প্রেমে মজেছেন পান্ডে। তার প্রেমিকা কলকাতার নামকরা মডেল লিজা শর্মা।এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের হার্ট থ্রব হার্দিক পাণ্ডিয়াকে ডেট করতে দেখা যাচ্ছে লিজা শর্মার সঙ্গে। যদিও লিজার মতে, তারা `বাই দ্য ওয়ে ফ্রেণ্ডস`।আরএ/পিআর