জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ১৫ জনকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ। তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল। এছাড়া তাদের কাছে বোমা তৈরির সরঞ্জামাদি ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর গার্ডিয়ানের।ন্যাশনাল পুলিশ প্রধান খালিদ আবু বকর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, আটককৃতদের বয়স ২২ থেকে ৪৯য়ের মধ্যে। এদের মধ্যে চারজন নারীও ছিল। এরা প্রত্যেকেই আইএসের সঙ্গে যুক্ত। এদেরকে রাজধানী কুয়ালালামপুরসহ বেশ কয়েকটি শহর থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার ব্রাসেলস হামলার ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করা হয়। আটককৃত চার নারী পুলিশের কাছে স্বীকার করেছে তারা সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করছিল। টিটিএন/এমএস