জাতীয়

রামপুরায় লোহার পাইপ পড়ে শ্রমিক নিহত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় লোহার পাইপ পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের নাম মো. চান মিয়া (৩৫)। তার গ্রামের বাড়ি নেত্রনোকা জেলায়।নিহেতর ভাই সুরুজ মিয়া জানান, নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঝাউয়ানী গ্রামের হাশেম আলীর ছেলে চান মিয়া। তারা তিনভাইসহ আরো অনেকে বনশ্রী এলাকায় একটি নির্মানাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন। এসময় তারা ১০ ইঞ্চি পরিমাণ একটি পাইপ কাঁধে নিয়ে অন্য স্থানে নামানোর সময় পাইপটি চান মিয়ার কাধেঁ পড়ে। তার মাথা ফেটে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মর্গে রাখা হয়েছে।এআরএস/এমএস