বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হারাশিয়া এলাকায় এক বিজয়ী ইউপি সদস্যের তিন সমর্থকের বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ এক নারীসহ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজয়ী ইউপি সদস্যের তিন সমর্থক খলিলুর রহমান, মোক্তার হোসেন ও সোহরাব হোসেনের ৩টি বসতঘর অগুনে পুড়ে যায়। এসময় খলিলুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম এবং সোহরাব হোসেন দগ্ধ হয়। বসতঘর ছাড়াও পরিবারের ১৩টি হাস-মুরগি পুড়ে যায় বলে অভিযোগ করা হয়। খলিলুর রহমানের স্ত্রী দগ্ধ আনোয়ারা বেগম জানান, ২২ মার্চের ইউপি নির্বাচনে তারা তিন পরিবার ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. ইকবাল হোসেনের পক্ষে কাজ করেন। ইকবাল ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হলে তার প্রতিদ্বন্দ্বি ওই ওয়ার্ডের বিদায়ী সদস্য প্রফুল্ল হালদার এবং তার কর্মী সমর্থকরা হিন্দু সংখ্যাগুরু অধ্যুষিত ওই এলাকার তিন সংখ্যালঘু মুসলিম পরিবারের উপর ক্ষুব্ধ হয়। আর এরই জের ধরে বৃহস্পতিবার রাতে প্রফুল্ল ও তার কর্মীরা একে একে খলিলুর রহমান, মোক্তার হোসেন ও সোহরাব হোসেনের ঘরে অগ্নিসংযোগ করে। আগুন নেভাতে গিয়ে খলিলের স্ত্রী আনোয়ারার দুই পা এবং সোহরাব হোসেনের ডান হাত পুড়ে যায়। ওই রাতেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বসতঘর তিনটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তারা এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি। দগ্ধ আনোয়ারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সোহরাবকে ধামুরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা অগ্নিকাণ্ড অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে নির্বাচনের আগে মামলা করেছিলেন পরাজিত সদস্য প্রার্থী। মামলার জের ধরে বাদীপক্ষকে ফাঁসাতে সাজানো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। সাইফ আমীন/এআরএ/এমএস