জাতীয়

বেশি দামে আলু বিক্রির অভিযোগে বিক্রেতাকে জরিমানা

চট্টগ্রামে মূল্যতালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় আইয়ুব অ্যান্ড ব্রাদার্স নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকার ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে মূল্যতালিকা না থাকায় মরিয়ম ট্রেডার্সকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকায় ক্যাফে আজমীর নামের একটি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস