খেলাধুলা

বিশ্বকাপ ভেন্যুর এ কী অবস্থা, ভারতে সমালোচনার ঝড়

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে বেশ অভিজ্ঞতা রয়েছে ভারতের। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনসহ মোট চারবার বিশ্বকাপ আয়োজন করছে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার দেশটির। কিন্তু এবারের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে নানা অব্যবস্থাপনার মাঝে স্টেডিয়ামের দৈন্যদশাও চোখে লাগার মতো।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামের চেয়ারের দৈন্যদশার চিত্র ধরা পড়লো এক ভক্তের ক্যামেরায়।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই দিন বাকি। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর ক্রিকেট মহাযজ্ঞের শুরু হচ্ছে ভারতে। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে রাজিব গান্ধী স্টেডিয়ামের দৈন্যদশা ধরা পড়লো ভক্তের ক্যামেরায়।

এতে দেখা যায়, স্টেডিয়ামের চেয়ারগুলোতে পাখির বিষ্ঠায় পরিপূর্ণ। নোংরা চেয়ারের আশেপাশের পরিবেশও যাচ্ছেতাই। এক হাজার রুপি খরচ করে খেলা দেখতে আসা এক সমর্থক স্টেডিয়ামের চেয়ারগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ ভারতের ক্রিকেট বোর্ড ও হায়দারাবাদ ক্রিকেট এসোসিয়েশনের সমালোচনা করেন।

হায়দারাবাদে অবস্থিত রাজিব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচ আয়োজন করবে ৬ অক্টোবর পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে। এছাড়াও ০৯ অক্টোবর নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। তাছাড়া পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটিও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে।

আরআর/এমএমআর/এমএস