ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হার। তিন বলে দুই রানের আক্ষেপ হয়তো কোন কিছুর বিনিময়েই ঘুচবে না; কিন্তু বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করা গেলে মন্দ হয় না। সে লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬শে ফেব্রুয়ারী কলকাতার ইডেন গার্ডেনে খেলতে নামবে বাংলাদেশ দল। অথচ এই ম্যাচের টিকেট নাকি কেউ কিনতেই চাচ্ছে না! বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনসের সিএবি কর্মকর্তাদের উত্তর, ‘এই প্রথম ইডেনে একটা ম্যাচ হচ্ছে, যেখানে টিকিট চাইছে না কেউ।’ ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনালে চলে গেছে নিউজিল্যান্ড। আপাতদৃষ্টিতে কিংবা গ্রুপের অবস্থা বিবেচনা করলে এই ম্যাচের জয়-পরাজয় গ্রুপের উপর তেমন কোন প্রভাবই ফেলবে না। সে জন্যেই কিনা কলকাতার মানুষদের কাছে অনাগ্রহের পাত্রে পরিণত হয়েছে এই ম্যাচ। ভারতের কাছে হেরে বিপর্যস্ত বাংলাদেশ দল নিউজিল্যান্ডে বিপক্ষে ম্যাচে কলকাতার বাঙালিদের সমর্থন কামনা করতেই পারে। তবে ভারত-বাংলাদেশ বৈরিতা, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কলকাতার মানুষের পাকিস্তানপ্রীতি দেখে এ বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তবুও শেষটা ভালো করার প্রয়াসে এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করতে চায় মাশরাফিবাহিনী। আরআর/আইএইচএস/এমএস