ধর্ম

যে পানিতে ক্ষুধা নিবারণ হয়

পানি মানুষের পিপাসা মেটায়। কিন্তু পানি পিপাসা মেটানোর সঙ্গে সঙ্গে ক্ষুধাও মেটায়, তা অনেকেরই জানা নেই। জমজমের বরকতময় পানি পান করলে পিপাসা নিবারণের সাথে সাথে মানুষের ক্ষুধা ও রোগ থেকে মুক্তি লাভ হয়। যা মানুষের নানাবিধ উপকারে আসে। এ পানি আল্লাহ তাআলা মহান কুদরতের নির্দশন। হাদিসে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জমজমের পানি যে নিয়তে পান করবে, তার সেই নিয়ত পূরণ হবে। রোগমুক্তির নিয়তে পান করা হলে আল্লাহ আরোগ্য দান করবেন। পিপাসা মেটানোর জন্য পান করলে আল্লাহ পিপাসা দূর করবেন। ক্ষুধা দূর করার উদ্দেশ্যে পান করলে আল্লাহ তাআলা ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। যা জিবরাইল (আলাইহিস সালাম)-এর পায়ের গোড়ালির আঘাতে ইসমাইল (আলাইহিস সালাম)-এর পানীয় হিসেবে সৃষ্টি হয়েছে।’ (ইবনে মাজাহ)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ মর্যাদার সঙ্গে জমজমের পানি পান করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস