আন্তর্জাতিক

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে হামলার হুমকি উ. কোরিয়ার

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হামলার হুমকি পাল্টা-হুমকি চলছে। তবে সবকিছু ছাপিয়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ব্লু-হাউজে হামলার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলছে, ব্লু হাউজে হামলার জন্য সেনাবাহিনীকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রতিপক্ষকে হামলার হুমকি দেওয়া উত্তর কোরিয়ার জন্য নতুন কিছু নয়। প্রায়ই দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে দেখা যায়। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হেই পিয়ং ইয়ং শাসনের পতনের হুমকি দেওয়ার পর উত্তর কোরিয়া যুদ্ধংদেহী মনোভাবের প্রকাশ ঘটিয়ে আসছে। চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষার পাশাপাশি রকেট উৎক্ষেপণ করে।পিয়ং ইয়ংয়ের নেতা কিম জন উনের নির্দেশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও সরকারি অফিসে হামলার জন্য সেনাবাহিনী দীর্ঘমেয়াদী আর্টিলারি প্রশিক্ষণ নিয়েছে বলে শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে কিম নির্দেশ দিয়েছেন।গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা ও ফেব্রুয়ারিতে দূর পাল্লার রকেট উৎক্ষেপণ করায় কোরীয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে চলতি মাসের শুরুর দিকে পিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে অবরোধ আরোপ করেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর চলমান বার্ষিক মহড়ার সময় পিয়ং ইয়ংয়ের এ হুমকি নিয়ে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এসআইএস/এমএস