বিনোদন

আজহারের বায়োপিকে ইমরান-করিনা

কল্পনা নির্ভর ঘটনাবলীর থেকেও অনেকবেশি রোমাঞ্চকর সত্য ঘটনা। আর আমাদের চারপাশে সত্যি ঘটনার নায়ক-নায়িকারা ভীড় করছেন রূপালী পর্দায়। উড়ন্ত শিখ মিলখা সিং বা পান সিং দু’জনেই ছিলেন দৌড়বিদ। ডাকাত রানী ফুলন দেবী বা মুষ্টি যোদ্ধা মেরিকম ইতিমধ্যে গ্ল্যামার দুনিয়ায় সাড়া ফেলেছেন।সম্প্রতিক জল্পনা, ক্রিকেট মাঠের অভিজাত্য এবার সিনেদুনিয়ায় পা রাখতে চলেছে। বলিউডে ধোনিকে নিয়ে বায়োপিক তৈরির খবর তো আগেই শোনা গেছে। এবার  কান পাতলে শোনা যাচ্ছে, প্রাক্তন ভারতীয়  অধিনায়ক আজহারের বায়োপিক তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে এই ছবির কাজ অনেকটাই নাকি এগিয়ে গেছে। নাম ভূমিকায় ইমরান হাসমির।ইমরান মানেই লিপ-লক কিস, পর্দায় একটু উষ্ণতার ছোঁয়া। এই সব কথা একারণেই উঠছে সঙ্গিতা বিজলানি অর্থাৎ আজহারের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় বেগম করিনার নাম শোনা যাচ্ছে। যদিও বেবো জানিয়েছিলেন, বিয়ের পর তিনি কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না।অন্যদিকে করিনার ঝুলিতে একটি ছবি থাকলেও তা রিলিজ করেনি । তাই ইঁদুর দৌড়ে করিনা অনেক পিছিয়ে পড়েছেন। তাই সামনের সাড়িতে আসার জন্য প্রতিঙ্গা ভঙ্গ করেন কিনা বা ইমরান হাসমির এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাঁর চুমা চুমির ট্রাক রিপোর্ট ভাঙ্গো কিনা সেটাই এখন দেখার বিষয়।