ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহন ও রাজবাড়ীর বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে টানা ৪৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেল ৩টা থেকে রাজবাড়ী-ঢাকা সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের কয়টি ট্রিপ চলবে। রোববার (৮ অক্টোবর) ঢাকায় রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে গোল্ডেন লাইন পরিবহনের মালিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের কয়টি ট্রিপ চলবে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সোমবার (২ অক্টোবর) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস