কক্সবাজারের মহেশখালীতে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালারমারছড়া বড়ুয়াপাড়া বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালারমারছড়া আধার ঘোনা গ্রামের মো. আলীর ছেলে নুরুল আলম, হোয়ানক ছনখোলা গ্রামের মো. ইসমাইলের ছেলে মুহাম্মদ ও চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের কুয়ারপাড়া গ্রামের রাজিয়া বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ুয়া বাজারের দক্ষিণ পাশে কালভার্টের উপরে সিএনজি আটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে মারা যান আটোরিকশার যাত্রী নুরুল আলম। এসময় আহত চারজনকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান মুহাম্মদ ও রাজিয়া। মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই সিএনজির যাত্রী এবং চালক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি জব্দ করেছে। মরদেহগুলো উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।সায়ীদ আলমগীর/এআরএ/এমএস