খেলাধুলা

বিশ্বকাপের পরেই অবসর নেবেন হেরাথ

সময়টা ভালো যাচ্ছে না শ্রীলংকার। কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনের অবসরের পর শ্রীলংকা এখন মাঝারি মানের দলে পরিণত হয়েছে। মুরালি অবসরের পর বোলিংয়েও নেই সেই ধার; কিন্তু রঙ্গনা হেরাথের বদৌলতে বেশ কয়েকদিন সফলতার মুখ দেখলেও ভাগ্য হয়তো এক্ষেত্রেও মুখ ফিরিয়ে নিচ্ছে লংকানদের ওপর থেকে। বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট এবং ওয়ানডে থেকে অবসরের চিন্তা করছেন শ্রীলংকার বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। তবে টেস্ট খেলে যাওয়ার ব্যপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে রঙ্গনা হেরাথ বলেছেন, ‘এটা তেমন কোণ প্রভাব পড়বে না আমি অবসর নিলাম কি নিলাম না। আমি উঁচুতে থেকে আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে বিদায় জানাতে চাই। তবে এখনো টেস্ট ক্রিকেট খেলার জন্য আগ্রহী। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমি আমার সিদ্ধান্ত জানাবো।’লংকানদের হয়ে ৬৭ টেস্ট ম্যাচে ২৯৭টি উইকেট নিয়েছেন তিনিস। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে শ্রীলংকা।  আরআর/আইএইচএস/এমএস