মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তান সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে সে দেশের যুব সমাজ গণস্বাক্ষর সংগ্রহ করছে বলে জানিয়েছেন নৌ মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, পাকিস্তানের যুব সমাজ ২৫ মার্চের গণহত্যার প্রতিবাদে সোচ্চার হচ্ছে।শুক্রবার বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে অনুষ্ঠিত সভায় এ কথা জানান তিনি।মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তান সরকার যে মিথ্যাচার করছে, তাতে সে দেশের সাবেক ক্রিকেটার ইমরান খানও সুর মিলিয়েছেন। এই ইমরান খান হলেন বাংলাদেশে গণহত্যা পরিচালনাকারী জেনারেল নিয়াজির ভাতিজা। তারা বাংলাদেশের গণহত্যার বিরুদ্ধে কথা বললেও সে দেশের যুব সমাজ পাকিস্তান সরকারকে বাংলাদেশের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার জন্য শুক্রবার (২৫ মার্চ) থেকে গণস্বাক্ষর সংগ্রহ করছে।সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে খতম করতে হবে। এদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই। জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধীদল থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ২৫ মার্চকে `আন্তর্জাতিক গণহত্যা দিবস` হিসেবে স্বীকৃতির দাবিতে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সদস্য শিরিন আখতার প্রমুখ।আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশে সংঘটিত একাত্তরের গণহত্যাসহ বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।এএসএস/এআরএস/এমএস