আন্তর্জাতিক

ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ পাকিস্তানের

ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে পাকিস্তান। এ অভিযোগে বালুচিস্তান থেকে ভারতীয় নৌবাহিনীর সাবেক এক কর্মকর্তাকে আটক করেছে ইসলামাবাদ। তবে ভারত এ অভিযোগ অস্বীকার করে বলছে, আটক ব্যক্তি চাকিরর মেয়াদ শেষের আগে অবসর নিয়েছিলেন। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কোনও সম্পর্ক নেই। পাকিস্তানে আটক ওই ব্যক্তির নাম কূলভূষণ যাদব। কয়েক দিন পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য পরমাণু নিরাপত্তা সম্মেলনের আগে ওই ব্যক্তিকে আটক করা হলো। ওই বেঠকের ফাঁকে ভারত এবং পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ উপস্থিত থাকবেন। তার আগে এ ঘটনায় দু’দেশের দীর্ঘদিনের বৈরীতাকে আরো উসকে দিয়েছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে শুক্রবার তলব করেছে পাকিস্তান। রাষ্ট্রদূতের কাছে দেশটির গোয়েন্দাসংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা বালুচিস্তানে অবৈধ ভাবে ঢুকে গুপ্তচরবৃত্তি করছে বলে অভিযোগ এনেছে পাকিস্তান। বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বুগতির দাবি, ওই ভারতীয় কর্মকর্তা বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে আটক ওই ব্যক্তি র` এর কর্মকর্তা বলে পাকিস্তান যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করে বলছে, তিনি নৌ বাহিনীতে কর্মরত ছিলেন। তবে মেয়াদের আগে অবসরে গেছেন। এসআইএস/আরএস