ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা অর্জন করেছেন। জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন তাকে এ সম্মাননা দেয়।
এর জন্য বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের কনফারেন্স রুমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জীবিতোষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন।
বাংলাদেশ টাইমস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. এ কে এম সালাউদ্দিন বলেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। সমাজে এখনো শিক্ষকদের সম্মান সবার ওপরে। প্রফেসর কাজী গোলাম মোস্তফাকে দেশের সেরা শিক্ষক সম্মাননা দেওয়া বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে প্রফেসর কাজী গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন আমাকে ২০২৩ সালে দেশের শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। আমি শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হিরক, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, শিক্ষক পারিষদের সম্পাদক রুমিয়া আক্তার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম, ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণু পদ ঘোষাল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন, কলেজটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।
এন কে বি নয়ন/এসজে/জিকেএস