রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসের সংঘর্ষে অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শাহবাগ থেকে পল্টনের দিকে যাওয়ার সময় বিহঙ্গ (ঢাকা মেট্রো ব-১৪-২০৬১) নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিকল্প নামের আরেকটি বাসে ধাক্কা দেয়। এতে বিহঙ্গ বাসের অন্তত ৫জন যাত্রী আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।এসআই জাহাঙ্গীর আলম আরও বলেন, চালকের অসতর্কতার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে গাড়িটি আটক করা হয়েছে।