ঘোড়ার গাড়িতে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরলেন দুবাই প্রবাসী আশেক আহমেদ নিপুণ। শুক্রবার (৬ অক্টোবর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মামুদ গ্রামে ব্যতিক্রমী এ বিয়ের আয়োজন করা হয়।
আশেক আহমেদ নিপুণ একই উপজেলার কবির মামুদ গ্রামের মো. শাহাজাদা গ্রামের ছেলে। তিনি দুবাই প্রবাসী।
স্থানীয়রা জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের স্কুলশিক্ষক তৈয়ব আলীর মেয়ে তুবা খাতুনের (২০) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয় সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহাজাদা মিয়ার ছেলে আশেক আহমেদ নিপুণের। শুক্রবার রাত ৮টার দিকে সামনে- পিছনে ৮০টি মোটরসাইকেল ও ২৫টি মাইক্রোবাসে তিন শতাধিক বরযাত্রী এবং মাঝখানে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে (টমটম) চড়ে বর আসেন কনের বাড়িতে। এসময় স্থানীয় জনতা ভিড় করেন।
আরও পড়ুন: ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করে শ্বশুরের শখ পূরণ করলেন রানা
রহিম সাধু নামের এক প্রতিবেশী জানান, অনেকদিন পর হারিয়ে যাওয়া চিত্র দেখতে পেয়ে ভাল লাগছে। গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্যের ছোঁয়ায় বিয়ের এমন বর যাত্রা সত্যিই প্রশংসনীয়।
বরের ফুপাত ভাই শামিম পারভেজ জানান, আধুনিক যুগের বিয়েতে প্রাচীনতার ছোঁয়া লাগাতে রংপুর থেকে বিশ হাজার টাকায় ভাড়া করা হয়েছে গাড়িটি।
বরের বোন জামাই আমিনুল জানান, আমার শ্যালক (বর) খুবই সৌখিন মনের মানুষ। তার ইচ্ছেতেই যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে বর আশোক আহমেদ নিপুণ বলেন, আমার ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করবো। এ কারণে রংপুর থেকে একটি টমটম এনে সখ পূরণ করলাম। ইচ্ছে আছে কাল এ গাড়িতে চড়ে সারা গ্রাম ঘুরে দেখবো।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুসাব্বের আলী মুসা বলেন, আমার ভাতিজির বিয়েতে ঘোড়ার গাড়িতে চড়ে বর এসেছেন বিয়ে করতে। বিষয়টি উপস্থিত সব আত্ময়-স্বজন ও স্থানীয় লোকজনকে মুগ্ধ করেছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/এমএস