দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় মো. জসিম মিয়া (৬২) নামের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম মিয়া ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক বাপন চন্দ্র দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: স্বামী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী গ্রেফতার

তিনি জানান, জসিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। সেই মামলায় গত মে মাসে জসিম মিয়াকে দোষী সাব্যস্ত করে এক বছর তিনমাস সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। শনিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/জেএস/এএসএম