দেশজুড়ে

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার রাতে এ কমিটি স্থগিত করা হয়। জাগো নিউজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।তিনি জানান, টিলাগড়ে ছাত্রলীগের সংঘর্ষ এবং সাম্প্রতিক সময়ে জেলা ছাত্রলীগের সংগঠন বিরোধী নানা কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত থাকবে বলেও জানান তিনি।প্রসঙ্গত, সম্প্রতি এমসি কলেজে জেলা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ ছাত্রলীগ কর্মী আহত হন। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ তদন্ত করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করলো কেন্দ্র। ছামির মাহমুদ/এসএস/আরআইপি