পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে কৌশলে মালামাল নিয়ে সটকে পড়ার অভিযোগে একজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
আটক ব্যক্তির নাম হৃদয় মোল্লা। তিনি কুয়াকাটা পৌরসভার পশ্চিম কুয়াকাটা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। শুক্রবার (৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, পর্যটকের ব্যবহৃত মোবাইল, ক্যামেরা ও টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করার উদ্দেশ্যে আগে থেকে পরিচিত হয়ে পর্যটকের রুমে রাত কাটাতেন হৃদয় মোল্লা। পরে সবাই ঘুমিয়ে পড়লে মালামাল নিয়ে রাতেই সটকে পড়তেন।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক হাচনাইন পারভেজ।
পুলিশ জানায়, শুক্রবার রাখাইন মার্কেট সংলগ্ন হোটেল বিচ ডোরের (কটেজ সুইট হোম) ২০৪ নম্বর কক্ষে অবস্থান নেন বরিশাল থেকে আসা পর্যটক মনোজ শাহা। এসময় তার সঙ্গে ৪-৫ জন বন্ধুবান্ধব ছিল। ওই সময়ে হৃদয় মোল্লার সঙ্গে তাদের পরিচয় হয়। তিনি তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। একপর্যায়ে কৌশলে তাদের সঙ্গে রাত কাটানোর কথা বলে ওই কক্ষে থাকেন হৃদয় মোল্লা। পরে ভোর হওয়ার আগেই পর্যটকদের সঙ্গে থাকা ডিএসএলআর ক্যামেরা, নগদ ৩২ হাজার টাকা ও একটি স্মার্টফোন নিয়ে সটকে পড়েন।
পুলিশ পরিদর্শক হাচনাইন পারভেজ বলেন, এর আগেও হৃদয় মোল্লার নামে টাকা চুরির অভিযোগ রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবো।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম