২২ মার্চ নির্বাচন পরবর্তী সহিংসতায় সাবরাং ইউপিতে প্রাণহানির ঘটনায় এখনো শোকাবহ পরিস্থিতি পুরো উপজেলায়। ফলাফল ঘোষণা নিয়ে কারসাজির মাসুল হিসেবে তাজাপ্রাণ সংহারের ভয়াবহ অভিজ্ঞতা না মুছতেই রোববার (২৭ র্মাচ) টেকনাফের স্থগিত হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ভোটগ্রহণ। প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে সাবরাংয়ের মতো অথবা এর চেয়ে ভয়াবহ কোনো ঘটনার অজানা আতঙ্ক দু’ইউনিয়নবাসীসহ সকলকে আতঙ্কিত রেখেছে। স্থানীয় সূত্র মতে, এ দুই ইউনিয়নে ১৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চেয়ারম্যান পদে ৭, সংরক্ষিত নারী ৩২ ও সাধারণ আসনে ১৪৪ জন প্রার্থী শুক্রবার রাত ৮টা পর্যন্ত ভোটের মাঠে ছিলেন। শেষ প্রচারণায় সভা-সমাবেশ ও পাড়া মহল্লায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও যোগাযোগ রক্ষা করে সমর্থন দিতে অনুরোধ করেন প্রার্থীরা। জেলার প্রথম ধাপের জন্য ঘোষিত নির্বাচন অনুষ্ঠানের সময় ২২ মার্চ অন্য ইউপির সঙ্গে এ দুই ইউনিয়নেও ভোটগ্রহণ করার কথা ছিল। কিন্তু মামলা সংক্রান্ত জঠিলতায় তা পিছিলে ২৭ মার্চ করা হয়। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনী এ দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে ৮টি কেন্দ্রকে চিহ্নিত করা হয় অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে। হোয়াইক্যং ইউনিয়নে ৩টি ও হ্নীলা ইউনিয়নে ৫টি কেন্দ্রের উপর বিশেষ নজর রাখবে প্রশাসন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৩৯৬ ও নারী ১২ হাজার ৪৮৯ জন। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৫টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে চিহ্নিত করা হয়েছে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪, সংরক্ষিত নারী ১৪ ও সাধারণ আসনে ৭৫ প্রার্থী রয়েছে। সাধারণ ভোটাররা বলছেন, মাঠে ৪ জন থাকলেও লড়াই হবে ত্রিমুখী। বিশেষ করে নৌকা প্রতীকের এইচ কে আনোয়ার, ধানের শীষের জাফর আলম ও স্বতন্ত্র আনাসর প্রতীকের জাহির আহম্মদ। ইউনিয়নের আলী আকবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাইক্ষ্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্নীলা সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উলুচামরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংগীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও জাদীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। অপরদিকে হোয়াইক্যং ইউনিয়নে পুরুষ ১৪ হাজার ৩২১ ও নারী ১৩ হাজার ৭১৩ জন মিলে মোট ভোটার ২৮ হাজার ৩৪ জন। এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৩টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত নারী ১৮ ও সাধারণ আসনের ৬৯ প্রার্থী রয়েছেন। ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকে ফরিদুল আলম জুয়েল, ধানের শীষে জোনায়েদ আলী চৌধুরী ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকে অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী। তবে তাদের মাঝে সমান লড়াই হতে পারে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা। ইউনিয়নের কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঊনচিপ্রাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, লম্বাবিল এমদাদিয়া মাদরাসা, দৈংগাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্জর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিমংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মহেশখালীয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের রিটানিং কর্মকর্তা নূরুল আবসার জানান, সদ্য অভিজ্ঞতার আলোকে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। তৎপর রাখা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের ভোটার অনুপাতে ব্যালেট পেপার, বাক্স, নিরাপত্তা কর্মী, কর্মকর্তা তৈরি রাখা হয়েছে। তারা আরও জানান, রোববার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সার্বিক তদারকিতে উপজেলা পরিষদে মনিটরিং কক্ষ খোলা থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার, বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রের পাশাপাশি বিশেষ টহলেও থাকবে ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এজন্য তিনি নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে ভোটারদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, ২২ মার্চ মঙ্গলবার সাবরাং ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ১ নং ও ৭ নং ওয়ার্ডের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রাতে সংঘঠিত ঘটনায় ৩ জনের প্রাণহানি ঘটে। যা এলাকায় শোকাবহ ও আতঙ্কিত পরিস্থিতির জন্ম দিয়েছে।সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি