জাতীয়

রাজধানী সেজেছে লাল-সবুজে

লাল-সবুজের পতাকা। লাখো শহীদের রক্তে কেনা। এ পতাকা ত্যাগের কথা বলে। বলে মুক্তির কথা। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রাজধানী যেন আজ পতাকার শহর। ফাগুনের দখিনা হাওয়ায় তাল মিলিয়ে পতপত করে উড়ছে স্বাধীনতার পতাকা, উড়ছে শান্তির পতাকা।স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা রাজধানীর সড়কগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সাজানো এসব পতাকায় শোভা পাচ্ছে রক্ত লাল সূর্য আর গ্রাম বাংলার সবুজের সমরাহ। পাশাপাশি ছয়টি করে জাতীয় পতাকা এবং কিছুটা দূরত্ব বজায় রেখে বিভিন্ন রংয়ের আরো ছয়টি করে পতাকা উত্তোলন করা হয়েছে রাজধানী জুড়ে। পতাকায় সেজেছে ঢাকার ভবনগুলোও। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে আজ জাতীয় পতাকা শোভা পাচ্ছে। দোকান বা আবাসিক ভবনগুলোতেও উড়ছে আবেগের লাল-সবুজের পতাকা। গাড়ি বা মোটর বাইকেও কেউ কেউ পতাকা উড়িয়ে স্বাধীনতার স্বাদ নিচ্ছে। শিশু-কিশোর, তরূণ-তরুণীরা লাল-সবুজের পতাকা সদৃশ টুপি (ক্যাপ) মাথায় দিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন। কেউ আবার লাল-সবুজের এক টুকরা কাপড় মাথায় বা হাতে বেধে স্বাধীনতায় সংহতি প্রকাশ করছেন। অনেকের পোশাকেও ফুটে উঠেছে লাল-সবুজ পতাকার প্রতি অকৃত্রিম ভালোবাসা।দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন পয়েন্টে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। দু’দিন আগে থেকেই পতাকা বিক্রেতাদের বিক্রি বেড়ে গেছে। বিক্রি হবে আজ সন্ধ্যা বেলা পর্যন্ত। এএসএস/এএইচ/আরআইপি