খেলাধুলা

রোনালদোর পেনাল্টি মিসে পর্তুগালের হার

ঘরের মাঠে পেনাল্টি মিসের মাশুল দিতে হল রোনালদোর পর্তুগালকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অধিনায়কের পেনাল্টি মিসে বুলগেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে পর্তুগাল। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রোনালদো-নানিরা। প্রথম পাঁচ মিনিটেই ছয়বার বুলগেরিয়ার জালে বল জড়ানোর সুযোগ তৈরী করে সিআরসেভেন। তবে প্রতিপক্ষের গোলকিপার স্টোয়ানোভ প্রতিটি আক্রমণ পরাস্থ করেন।নয় মিনিটের মাথায় বা পাশ থেকে নানির দেয়া শটে নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও সফল হননি রোনালদো। তবে সুযোগ হাতছাড়া করেনি বুলগেরিয়া। ১৯ মিনিটে বিনা বাধায় গোল করে দলকে এগিয়ে দেন মার্সেলিনহো। প্রথমার্ধে আর কোন গোল না হওয়া এগিয়ে থেকে বিরতীতে যায় বুলগেরিয়া।বিরতীর পর মাঠে নেমে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ তারকা। সুযোগও পেয়ে যান তিনি।  ৬৯তম মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। তবে বুলগেরিয়া গোলরক্ষক স্টোয়ানোভের নৈপূণ্যে পেনাল্টির সুযোগ মিস করেন রোনালদো। এরপর আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে পর্তুগাল। আরএ/এমআর/আরআইপি