প্রতি বছর মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে লাখো মানুষ ছুটে আসে। কিন্তু একটু অসতর্কতার অভাবে শহীদের মর্যাদাকে ক্ষুণ্ন করা হচ্ছে। শনিবার সরেজমিনে ঘুরে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এমন দৃশ্য দেখা গেছে। স্মৃতিসৌধের মূল বেদীতে হরহামেশায় সবাই জুতা পায়ে উঠছে, অজ্ঞাতনামা শহীদদের গণকবরে উঠে ছবি তুলতে দেখা গেছে দর্শনার্থীদের। এছাড়া সমস্ত স্মৃতিসৌধ জুড়েই দেখা গেছে হকারদের দৌরাত্ম্য। অন্যান্য দিন স্মৃতিসৌধের কর্মচারীরা থাকলেও স্মৃতিসৌধ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ কোন কর্মচারীকে দেখা যায়নি।গণকবরের উপরে ছবি তুলছে কেন জানতে চাইলে ঢাকা কলেজের এমএসসির শিক্ষার্থী মো. মানিক ও রেজাউল করিম বলেন, না জেনে উঠে পড়েছি। তাছাড়া এখানে তো বলার মতো কেউ নেই, দেখলাম সবাই তুলছে তাই আমরাও ছবি তুলছিলাম। এ বিষয়ে স্মৃতিসৌধের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমাদের লোকসংখ্যা মাত্র ১০ জন, এত অল্প লোক দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত লোকের অভাবে কিছুতেই এসব নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে জানান তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আসা দর্শনার্থী শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে পর্যাপ্ত লোকের ব্যবস্থা করা দরকার। তা না হলে তাদের দায়িত্ব পালন নিয়ে নানা প্রশ্ন উঠবে।জেএইচ/আরআইপি