জাতীয়

চট্টগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নদী থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে মনজুর হোসেন টাক্কুল (৪৫) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। রোববার (৮ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের শান্তিনিকেতল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত টাক্কুল রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার শান্তিনিকেতন এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন যুবলীগ নেতা টাক্কুল। এসময় তাদের ওপর অতর্কিতে গুলি চালায় দুর্বৃত্তরা এবং টাক্কুল ও তার বন্ধু সেকান্দারকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টাক্কুল ও সেকান্দরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক টাক্কুলকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে শান্তিনিকেতন এলাকায় মনজুর হোসেন টাক্কুলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মূলত নদী থেকে বালু তোলা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ইকবাল হোসেন/কেএসআর