দেশজুড়ে

২ মাদক কারবারির বাগবিতণ্ডা, একজনকে গলা কেটে হত্যা

 

সিরাজগঞ্জে আলম শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম মণ্ডল (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলম শেখ দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মৃত জুড়ান শেখের ছেলে ও গ্রেফতার সাইফুল ইসলাম মণ্ডল একই গ্রামের আব্দুল বারিক মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দক্ষিণ কান্দাপাড়া গ্রামে আলম শেখ ও সাইফুল ইসলাম মণ্ডলের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাইফুল ইসলাম মণ্ডল ধারালো ছুরি দিয়ে আলম শেখকে আঘাত করে। এ সময় আলম মাটিতে পড়ে গেলে তাকে গলা কেটে হত্যা করেন সাইফুল ইসলাম মণ্ডল। পরে পুলিশ সাইফুল ইসলাম মণ্ডলকে গ্রেফতার করে।

আরও পড়ুন: যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর জাগো নিউজকে বলেন, আলম শেখ ও সাইফুল ইসলাম মণ্ডল দুজনেই মাদক সেবন ও কেনাবেচা করে। মাদক নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে আলম শেখকে গলাকেটে হত্যা করে সাইফুল ইসলাম মণ্ডল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয়দের অভিযোগ তারা দুজনেই গাঁজা বিক্রি ও সেবন করে। হঠাৎ তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম মণ্ডল ধারালো ছুরি দিয়ে আলম শেখের গলা কেটে হত্যা করে। সাইফুল ইসলামকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এম এ মালেক/জেএস/জিকেএস