পটুয়াখালী পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত টিবি (বক্ষব্যাধি) ক্লিনিক সড়কের পাশের পুকুর। দীর্ঘদিন কচুরিপানাসহ ময়লা আবর্জনায় ভরাট ছিল পুকুরটি। অবশেষে পরিষ্কার হয়েছে।
জানা যায়, পুকুরটি পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের মালিকানাধীন হলেও পৌরসভা কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে পুকুরের উপরিভাগের কচুরিপানাসহ ময়লা আবর্জনা পরিষ্কার হয়েছে। এতে পানির অস্তিত্ব মিলেছে। প্রস্তুতি চলছে পুকুরটি সংস্কার করে এর পানি ব্যবহার উপযোগী করার। পুকুরটির চারপাশে ওয়াকওয়ের পাশাপাশি দৃষ্টিনন্দনও করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন যাবত পুকুরটির বেহাল অবস্থায় পড়েছিল। আশপাশের মানুষও পুকুরে দৈনন্দিন ময়লা আবর্জনা ফেলতো। এতে চারদিক দুর্গন্ধ ছড়াতো। এ ছাড়া ময়লা আবর্জনার কারণে মশা-মাছিতে অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী।
এ নিয়ে চলতি বছরের ২৬ মে জাগোনিউজ২৪.কম-এ ‘ভাগাড়ে পরিণত স্বাস্থ্য বিভাগের পুকুর’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি তখন কর্তৃপক্ষের নজরে আসে।
টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, পটুয়াখালী পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ। আশা করি পুকুরটিকে এখন আর কেউ ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহার করবে না।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জাগো নিউজকে বলেন, এরইমধ্যে শহরের বেশকিছু পুকুর এবং লেক সংস্কার করে তা সুপেয় পানির আধার হিসেবে তৈরি করা হয়েছে। শহরের পুকুর ও জলাধারগুলো টিকিয়ে রাখতে পৌরসভা বদ্ধ পরিকর। টিবি ক্লিনিকের সামনের পুকুরটিও এরইমধ্যে পরিষ্কার করা হয়েছে। পানি ব্যবহারের জন্য আমরা কাজ করছি। মেয়র আরও বলেন, প্রথম ধাপে পরিষ্কার করা হলো। এরপর চারপাশে সীমানাপ্রাচীরসহ ওয়াকওয়ে করা হবে। পুকুরটি দৃষ্টিনন্দন করার বিষয়ে পরিকল্পনা চলছে। জাগো নিউজকে ধন্যবাদ এমন বিষয়ে রিপোর্ট প্রকাশ করে আমাদের নজরে আনার জন্য।
আব্দুস সালাম আরিফ/এসজে/জিকেএস