যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে ‘শেষ সুযোগ’ শিরোনামে একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শনিবার উত্তর কোরিয়ার প্রচারণামূলক ওয়েবসাইট ডিপিআরকেতে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, সাবমেরিন থেকে ছোড়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনকে বর্জে পরিণত করছে। এছাড়া আগুনের দাউদাউ শিখায় পুড়ছে মার্কিন পতাকা।ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, চার মিনিটের ভিডিওটি জন্টি মিউজিকের আবহে যুক্তরাষ্ট্র এবং কোরিয়ার সম্পর্কের ইতিহাস দিয়ে শুরু হয়েছে। শেষ হয়েছে আধুনিক প্রযুক্তির প্রদর্শনের মাধ্যমে। এতে দেখানো হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র মেঘের বুক চিড়ে হু হু করে ছুটে চলেছে, এরপর পৃথিবীর দিকে ছুটে আসছে, শেষ পর্যন্ত ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সামনের রাস্তায় সজোরে আঘাত হানছে। যুক্তরাষ্ট্রের রাজধানীর ভবনগুলো মুহূর্তেই বিস্ফোরণে ধসে পড়ছে, ভিডিওতে কোরিয়ান ভাষায় বলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদীরা যদি আমাদের দিকে এক ইঞ্চি এগিয়ে আসে, তাহলে আমরা খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাবো। এছাড়া ওই ভিডিওতে কোরিয়া যুদ্ধ, ১৯৬৮ সালে মার্কিন গুপ্তচর জাহাজ পুয়েব্লো আটকের ছবি দেখানো হয়েছে। দেখুন ভিডিও...এসআইএস/এবিএস