দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় দুই ঘণ্টা ধরে ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দাদন মিয়া জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর ও জয়দেবপুর রেল জংশনের মধ্যবর্তী স্থান চাপুলিয়া স্থানে দুপুর ১২টার দিকে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শ্রীপুর রেল স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ও ঢাকাগামী ডেমু ট্রেনটি আটকা পড়ে। তিনি জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এলে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটিকে টেনে নেয়া হবে।                        আমিনুল ইসলাম/এসএ/আরআইপি