দেশজুড়ে

বদলগাছী প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

নওগাঁয় বদলগাছী প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, প্রকাশনার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সাইদের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আতিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মণ্ডল, চ্যানেল আইয়ের সিনিয়র ফটো সাংবাদিক এসএম নাসির ও জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বিশেষ অতিথির বক্তব্যে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের মাঝে ঐক্যের বিকল্প নেই। সেই ঐক্য সৃষ্টির মাধ্যম হিসেবে যুগের পর যুগ কাজ করে যাচ্ছে প্রেস ক্লাব। প্রেস ক্লাব আছে বলেই সাংবাদিকরা এখন কিছুটা হলেও নিরাপদে কাজ করার সুযোগ পান। বর্তমান সময়ে প্রেস ক্লাবের নামের সঙ্গে মিল রেখে বিভিন্ন সংগঠন গড়ে তোলা হচ্ছে। যারা সাংবাদিকদের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের হয়রানিসহ চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনসহ স্থানীয়দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: গাজীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি

অভিষেক অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সদস্য, জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ‘আমাদের বদলগাছী’ এর মোড়ক উন্মোচন করা হয়। পরে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করেন বদলগাছী উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।

আরএইচ/এমএস