গাজীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৪ আগস্ট ২০২১

গাজীপুর প্রেস ক্লাবে ২০২১-২২ সালের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ আগস্ট) সকালে প্রেস ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি বিশেষ সাধারণ সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মো. আলমগীর হোসেনকে সিনিয়র সহসভাপতি ও শাহ সামসুল হক রিপনকে (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর/জাগো নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (দৈনিক আজকের প্রভাত), সাংগঠনিক সম্পাদক মো. আজহারুল হক (আরটিভি), কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি/ দৈনিক আমাদের সময়), দফতর সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ), ক্রীড়া-সাংস্কৃতি ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (জিটিভি), নির্বাহী সদস্য নাসির আহমেদ (এনটিভি), মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), মো. মাজহারুল ইসলাম মাসুম (এটিএন বাংলা ও এটিএন নিউজ), খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখী টিভি), এম. নজরুল ইসলাম (দেশ টিভি ও দৈনিক ভোরের কাগজ) ও মো. রফিকুল ইসলাম খান (চ্যানেল২৪)|

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।