মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস কর্তৃক যথাযোগ্য মর্যাদায় ৪৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় দূতাবাসে পতাকা উওোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানসূচি। হাই কমিশনার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুশাররাত জেবীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডেপুটি হাই কমিশনার মো. ফায়সাল আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলার রইছ হাসান সারোওয়ার, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ফার্ষ্ট সেক্রেটারি এসকে শাহীন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন তাহমিনা বেগম।শহিদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ দিবাগত মধ্যরাতের প্রথম প্রহরেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ। ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার স্বাদ পায় বাংলার মানুষ। বাঙালির চিরকালের গৌরব আর অযুত অহঙ্কারের এক অবিনশ্বর দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলার (শ্রম) মো. সায়েদুল ইসলাম, ফার্ষ্ট সেক্রেটারি (শ্রম) শাহিদা সুলতানা, ফার্ষ্ট সেক্রেটারি (বাণিজ্য) ধনঞ্জয় কুমার দাস এবং মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী নবীন লীগসহ হাই কমিশনের সর্বস্তরের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু এবং বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন মো. শফিকুল ইসলাম। জেএইচ/এবিএস