দেশজুড়ে

নৌকার তলা ফুটো হয়ে গেছে: হারুনুর রশিদ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘কাক্কু’ সম্বোধন করে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বলেছেন, আপনাদের নৌকার তলা ফুটো হয়ে গেছে। সারাদেশে নৌকা এমনভাবে ডুবে গেছে; রাশিয়া, চীন ও ভারতের সব শিপ (জাহাজ) এনেও এ নৌকা উঠাতে পারবেন না।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে ‘অবৈধ সরকারের’ পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে লক্ষ্মীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা বিএনপির ব্যানারে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পুরাতন গোহাটা সড়কের বাসভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ওবায়দুল কাদেরের বক্তব্যের বরাত দিয়ে হারুনুর রশিদ বলেন, ‘শেখ হাসিনা নাকি তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়েন ও কোরআন তেলাওয়াত করেন। যিনি এতো প্রার্থনা করেন তিনি কি কখনো ভোট চুরি করতে পারেন? আমরা অনেক আগেই জানতাম, শেখ হাসিনা ভিসানীতি মানবেন না। তিনি দেশের জনগণের লুণ্ঠিত টাকা নিয়ে আমেরিকায় ছেলের কাছে রাখেন। যে ভিসানীতি ছেলের টাকা-সম্পদ রক্ষা করতে পারে না, যে ভিসানীতি ছেলেকে রক্ষা করতে পারে না সেই ভিসানীতি শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ মানবে না।’

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব অধ্যাপক নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদৌস মানিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

কাজল কায়েস/এসআর/এএসএম