দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল আজিজ হাওলাদার (৬২) নামে এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। শনিবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, বাগেরহাট-শরণখোলা সড়কের খুড়িয়াখালী এলাকায় ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা আজিজ হাওলাদার মাছ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী আজিজকে উদ্ধার করে তাকে শরণখোলা হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাছ ব্যবসায়ী আজিজ মারা যায়।শওকত আলী বাবু/এসএস/এবিএস