মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আছকর মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আছকর মিয়া কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামের মৃত নওয়াব মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রফিক মিয়ার সঙ্গে একই গ্রামের আছকর মিয়ার বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রফিক মিয়ার ছেলে মামুন মিয়া তাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পরেনি। এসএস/এমএস