দেশজুড়ে

থেমে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, ২ মাছ ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থেমে থাকা এক কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুয়েত প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কুমিল্লার মেঘনার মৃত জগেশ চন্দ্র দাশের ছেলে চিন্তা চন্দ্র দা (৬০) এবং একই এলাকার জ্যোতিষ চন্দ্র দাশের ছেলে রামপ্রদ চন্দ্র দাশ (৪০)। পেশায় তারা দুজনই মাছ ব্যবসায়ী।

আরও পড়ুন: সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে চাপা দিলো পিকআপ

পুলিশ সূত্রে জানা যায়, মাছ কেনার উদ্দেশ্যে এক পিকআপযোগে কুমিল্লা থেকে ৫-৬ জন মাছ ব্যবসায়ী যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় পিকআপটি সিদ্ধিরগঞ্জে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা এক কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মঙ্গলবার সকালে আরেক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, এ ঘটনায় আহতরা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। গাড়ি দুটোকে জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস