নারায়ণগঞ্জের বন্দরে হত্যা মামলায় উজ্জল মিয়া (৩৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনোয়ার হোসেন, নজরুল ও তাজুল নামে তিনজনকে বেখসুর খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত উজ্জল মিয়া বন্দরের মদনপুর এলাকার মো. আলী আকবরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডাভোকেট আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বিরোধের জেরে রাসেলকে আসামিরা ধরে নিয়ে যান। শফিকুল ইসলাম ছেলেকে উদ্ধার করতে গেলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় শফিকুলের মামা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর বন্দর থানায় করা মামলায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম