দেশজুড়ে

রাজবাড়ীতে ২ মামলায় জামিন পেলেন না বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় রাজবাড়ীতে করা দুই মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুধাংশু শেখর রায় এ ঘোষণা দেন। এ সময় রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ এবং ২০-৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে ২০ কোটি টাকার মানহানির মামলা করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু।

অন্যদিকে ২৫ মে একই অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি করে পাঁচজনের নামে উল্লেখ করে এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে রাজবাড়ীর ২ নম্বর আমলি আদালতে মামলা করেন পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন বলেন, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করেছেন। রিমান্ডের বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে দুটি মামলা হয়েছে। ওই মামলায় আজ প্রথম তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা জামিন আর রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা জানাই।

রুবেলুর রহমান/এসজে/এমএস