জাতীয়

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দশ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও অবমুক্ত করেছেন তিনি ।শনিবার বিকেলে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর এবং বিশেষ সিলমোহরের মাধ্যমে তা অবমুক্ত করেন । আগামীকাল থেকে দেশের প্রত্যেকটি ডাকঘরে এই স্মারক টিকিট বিক্রি শুরু হবে।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসএ/এনএফ/এমএস