ভারতের পেট্রাপোল বন্দরে নাজমুজ শাহাদাত বাবুল (৪৫) নামে এক বাংলাদেশি ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি ভারতে রয়েছে। নাজমুজ শাহাদাত বাবুল যশোরের ঝিকরগাছা সদর উপজেলার মৃত অলিয়ার রহমান সরদারের ছেলে।
আরও পড়ুন: ভ্যাট চাইতে গিয়ে মারধরের শিকার কর্মকর্তারা, ব্যবসায়ী গ্রেফতার
বন্দর সূত্রে জানা যায়, বুধবার (১১ অক্টোবর) সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রিজ থেকে একটি ট্রাকে পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান নাজমুজ শাহাদাত বাবুল। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় তিনি পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি ভারতে রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
মো. জামাল হোসেন/জেএস/এএসএম