ভ্যাট চাইতে গিয়ে মারধরের শিকার কর্মকর্তারা, ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১৭ এএম, ১২ অক্টোবর ২০২৩

ফেনী শহরে দোকানে ভ্যাট চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কাস্টমস এক্সাইজ কর্মকর্তারা। এ ঘটনায় দোকান মালিকের ভাই ইমাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুলিশ লাইন সংলগ্ন মৌলভী ইব্রাহীম সড়কে পাশের দোকানে এ ঘটনা ঘটে। ইমাম হোসেন ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল এলাকার আবদুল গফুরের ছেলে।

এ ঘটনায় ফেনী সদর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।

আরও পড়ুন: অগ্নিদগ্ধে নিহত ২ শিশুর পরিবারে আর্থিক সহায়তা দিলেন নিজাম হাজারী

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার বাবুল ইকবালের নেতৃত্বে আমিন ব্রাদার্স অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি নামে দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানের ভ্যাটের চালান, দাখিলপত্র, ক্রয়-বিক্রয়ের রেজিস্টার দেখাতে বলা হলে ইমাম হোসেন অস্বীকৃতি জানান ও অশালীনভাবে গালমন্দ করেন। শোর-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে উপ-পরিদর্শক রুবেল মিয়া ও গাড়িচালক সাহাব উদ্দিনকে মারধর করেন। তাদের বাঁচাতে এগিয়ে এসে ফজলে আজমও হামলার শিকার হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এ ঘটনায় মামলা দায়ের ও দোকান মালিকের ভাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।