কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার বছরের শিশুকে গলাকেটে হত্যা করেছে এক নেশাগ্রস্ত বাবা। শনিবার বিকেলে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের জুনাইল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুটির দাদার নির্মাণাধীন বাড়ির মেঝেতে মাটিচাপা দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘাতক আবুল কাশেমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। হত্যার কাজে ব্যবহৃত ধানকাটার একটি কাঁচি উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জুনাইল গ্রামের সুলতান মিয়ার ছেলে আবুল কাশেম অনেক দিন ধরে নেশাগ্রস্ত। তার স্ত্রী পারভীন কিছুদিন আগে ঢাকায় চলে আসে। তারপর থেকে পার্শ্ববর্তী কুমড়ি গ্রামে দাদার বাড়িতে থাকতো শিশু ইমরান। গত বুধবার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ইমরানকে দাদার বাড়ি থেকে নিয়ে আসে আবুল কাশেম। বৃহস্পতিবার রাতে শিশু ইমরানকে জবাই করে হত্যার পর জুনাইল গ্রামে আবুল কাশেমের বাবার নির্মাণাধীন একটি ঘরের মেঝেতে মাটিচাপা দিয়ে রাখে আবুল কাশেম। শনিবার দুপুরে নাতিকে খুঁজতে এসে ওই বাড়ির মেঝেতে মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় দাদা সুলতান মিয়া। এসময় আবুল কাশেম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার ও ঘাতক আবুল কাশেমকে গ্রেফতার করে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নূর মোহাম্মদ/এআরএ/এমএস