দেশজুড়ে

জঙ্গলে পড়ে ছিল বন্যহাতির মরদেহ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় একটি বন্যহাতির মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া কাঁঠালতলী এলাকায় হাতিটির মরদেহ পড়েছিল।

স্থানীয় ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্যহাতির মৃত্যুর খবরটি জেনেছি। তবে কীভাবে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত নই।

আরও পড়ুন: লোকালয়ে মুখপোড়া হনুমান, হাত থেকে নিয়ে খাচ্ছে খাবার

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সকাল ৮টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারীসহ আমরা সেখানে যাই। হাতিটির বয়স অনেক বেশি। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, এই বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হবে।

সাইফুল হাসান/জেএস/জিকেএস