লোকালয়ে মুখপোড়া হনুমান, হাত থেকে নিয়ে খাচ্ছে খাবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১০ অক্টোবর ২০২৩

শরীয়তপুরের চর সোনামুখী এলাকায় দুদিন ধরে একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। খাবারের সন্ধানে আসা হনুমানটির হাতে গ্রামবাসী কলা, বিস্কুটসহ নানা ফলমূল তুলে দিচ্ছেন। খাবার খাওয়া শেষ হলে আবার উঠে যাচ্ছে গাছে।

সোমবার (৯ অক্টোবর) সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী এলাকায় দাড়িয়া বাড়ির বটগাছে প্রথম হনুমানটি দেখতে পান স্থানীয়রা। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে ওই এলাকার বিনয় দাড়িয়ার বাসার সামনে খাবারের সন্ধানে বসে থাকতে দেখা যায় হনুমানটি। পরে স্থানীয়রা খাবার খাওয়ালে অন্যত্র চলে যায় প্রাণীটি।

jagonews24

স্থানীয় বাসিন্দা দুরন্ত মজুমদার নামের এক কলেজছাত্র জানায়, গতকাল একটি বটগাছের ডালে তিনি হনুমানটি বসে থাকতে দেখেন। আজ ভোরে তার বাসার সামনে হাজির হয়। তিনি, তার মা এবং তার চাচি কাছে গিয়ে হনুমানটির হাতে কলা, বিস্কুট ও শসা তুলে দেন। হনুমানটিও স্বাচ্ছন্দ্যে সবার হাত থেকে এসব খাবার তুলে নিয়ে খায়।

এনজিওকর্মী বিউটি রানী মণ্ডল বলেন, ভোরবেলা লোকজনের হইচই শুনে এগিয়ে গিয়ে দেখি বিশাল এক হনুমান বসে আছে। পড়ে আমি ঘর থেকে শসা নিয়ে হনুমানটির হাতে দেই।

jagonews24

মঞ্জু রানী নামের আরেক গৃহবধূ বলেন, প্রথম হনুমানটি দেখে ভয় পেয়েছিলাম। পরে হনুমানটি ক্ষুধার জ্বালায় গাছের বাকল খাওয়া দেখে খুব খারাপ লেগেছিল। পরে আমি ঘর থেকে কলা নিয়ে খেতে দেই। হনুমানটি সুন্দরভাবে আমার হাত থেকে কলা নিয়ে খেতে শুরু করে। খাবার শেষ হলে গ্রামের পশ্চিম দিকে দৌড়ে চলে যায়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, হনুমানটি হয়তোবা কোনো জেলা থেকে কলার ট্রাকে চলে এসেছে। খাবার না পেলে পুনরায় অন্যত্র চলে যাবে। তবে হনুমানটি যাতে লোকজনের ক্ষতি বা বিরক্তির কারণ হয় সেজন্য আমরা বনবিভাগের সঙ্গে কথা বলবো। হনুমানটি ধরার জন্য লোক পাঠানো হবে।

বিধান মজুমদার অনি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।